পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। আর তার জেরে রবিবার দুপুরের পর থেকে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। স্থানীয় আগরহাটি অঞ্চলের মহিলাদের বিরুদ্ধে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন মহিলারা। ইতিমধ্যেই গ্রামে ঢুকেছে পুলিশ। ব্যাপক লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশ ও RAF-এর বিরুদ্ধে।
শনিবার সপ্তম দফার ভোটের দিন আগরহাটি এবং বয়রামোড় এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পথে নামেন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনায় এদিন আগরহাটি অঞ্চল থেকে পাঁচ বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের একজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির উপর ঝাপিয়ে পড়েন মহিলারা। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় মণ্ডলপাড়ায় অভিযান চালায় পুলিশ ও RAF । তখনই শুরু হয় সংঘর্ষ। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবারের ঘটনার পর ফের সন্দেশখালিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এদিন মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত বসিরহাটের এই জনপদ।