ঋতু ধরে চললে, এখন বঙ্গে ভরা বসন্ত কাল। রঙের সময়, পলাশের সময়, কোকিলের ডাকে ঘুম ভাঙার সময়। কিন্তু, বাংলায় এখন আবহাওয়ার মুড অনেকটা উপলের গানটার মতো, যেন সারাবছর ধরেই মেঘ জমছে। আর সময় বুঝে ঢেলে দিচ্ছে ঝমঝমিয়ে। বুধবার সকালে, পাহাড় ঘুম ভেঙেই দেখল এক অন্য দুনিয়া। বৃষ্টি নয় শুধু, একেবারে বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। যত দূর চোখ যায়, কেবলই শুভ্রতা। মার্চের সকালে যেন হুট করে নেমে এসেছে কোনও এক ডিসেম্বরের দিন।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কদিন টানা বৃষ্টি হবে উত্তরের পাহাড়ে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু সান্দাকফুতে, মেঘ না চাইতেই জল। পর্যটকেরাও অকাল বরফ পেয়ে বেজায় খুশি।