পুজোর আগে বড় ধাক্কা, আরজি করের প্রতিবাদে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্ডা। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন তিনি। দুর্গাপুজোর আগে থিম পুজোর অন্যতম মুখ সনাতন দিন্ডার এই পোস্ট রীতিমতো কড়া বার্তা বলেই মনে করছে একাধিক মহল।
শিল্পীর পোস্টে লেখা রয়েছে, 'আমি সনাতন দিন্ডা । পিতা স্বর্গত শ্রী রতিকান্ত দিন্ডা , মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা , বোন নিহত 'তিলোত্তমা' দিন্ডা । আদি নিবাস 'কুমারটুলী' আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন 'রাজ্য চারু কলা পর্ষদের' কার্যকারী সদস্য ছিলাম। দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনও ভূমিকা সেখানে ছিল না । তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম।'
অর্থাৎ এই পোস্টের মাধ্যমে শিল্পী বুঝিয়ে দিলেন, আরজি করের নিহত চিকিৎসক তাঁর বোন। সেই কারণেই বোনের মৃত্যুর পর তিনি প্রতিবাদে চারুকলা পর্ষদের সদস্য থাকছেন না। যে পোস্টে শিল্পীকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।