প্রয়াত হলেন 'উত্তরাধিকার', 'কালবেলা', 'কালপুরুষ'-এর মতো উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার। সোমবার বিকেলে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জলপাইগুড়ি জেলার গয়েরকাটা চা বাগানে জন্ম হয়েছিল সমরেশের। বাড়ির কাছ দিয়ে বয়ে যেত আংরাভাষা নদী। যে নদীর কথা বারেবারে ফিরে এসেছে তাঁর বিভিন্ন গল্প ও উপন্যাসে। কলকাতায় স্কটিশ চার্চ কলেজে পড়তে আসার পর ষাটের দশকের মাঝামাঝি সময়ে প্রথম গল্প লিখে জমা দেন বাংলাভাষার একটি বিশিষ্ট সাহিত্য পত্রিকার দফতরে। সেই গল্প ৬ মাস বাদে অমনোনীত অবস্থায় ফিরে আসার পর সেই পত্রিকার কিংবদন্তি সম্পাদকের উদ্দেশে কটূ মন্তব্য করেছিলেন সমরেশ মজুমদার। 'অন্তরাত্মা' নামের ওই গল্পটি পরে সেই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল ১৯৬৭ সালে। লেখক হিসেবে সেই যাত্রা শুরু সমরেশের।
তারপর ৯ বছর বাদে ১৯৭৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'দৌড়'। তারপর কার্যত আর পিছন ফিরে তাকাননি অতি জনপ্রিয় গোয়েন্দা 'অর্জুন'-এর স্রষ্টা।
১৯৮২ সালে 'দৌড়' উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৮৪ সালে 'কালবেলা' উপন্যাসের জন্য পান সাহিত্য অকাদেমি পুরস্কার।
তার পরের চার দশক ধরে ক্রমে জনপ্রিয় হয়ে উঠতে থাকা এই সাহিত্যিক তাঁর একের পর এক কালজয়ী সৃষ্টির মাধ্যমে মিশে গিয়েছিলেন বাঙালির মনন ও চিন্তনে। সেই যাত্রা তাঁর মৃত্যুর পরেও থেকে যাবে অমলিন, এমনটাই বিশ্বাস বাংলাভাষার বৃহত্তর পাঠক সমাজের।