Anish Khan Murder: সিটকে সহযোগিতার আশ্বাস আনিসের বাবার, দাবি মেনে সমাধিক্ষেত্রে বসল সিসিটিভি ক্যামেরা

Updated : Feb 25, 2022 14:12
|
Editorji News Desk

অবশেষে সিটকে(SIT) সহযোগিতার সিদ্ধান্ত নিলেন নিহত ছাত্রনেতা আনিস খানের(Anish Khan) বাবা সালেম খান। ফলে শুক্রবার ফের ভবানী ভবনে (Bhawani Bhawan) তলব করা হল আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী-সহ মোট ১০ জনকে। তদন্তের স্বার্থে তলব করা হয়েছে আমতার এক টোটো চালককেও। 

শুধু তাই নয়, বৃহস্পতিবার পাঁচটি দাবির কথা জানিয়েছিলেন নিহত ছাত্রনেতা আনিসের(Anish Khan) বাবা। তদন্ত, গ্রেফতারির পাশাপাশি বলেছিলেন ছেলের সমাধিক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। করতে হবে যথেষ্ট আলোর ব্যবস্থাও। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই সেই ব্যবস্থা করল পুলিশ(Police)।

শুক্রবার সকালে আমতার(Amta Police Station) সারদা গ্রামের সমাধিক্ষেত্রের লাগোয়া দালানে দেখা গেল তৎপরতার সেই ছবি। সেখানে একটি টেবল পেতে কম্পিউটার বসানো হয়েছে। তাতে চোখ রেখে বসে আছেন এক পুলিশকর্মী(Police)। মনিটরে দেখা যাচ্ছে আনিসের সমাধির সরাসরি সম্প্রচার। দু’টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সমাধিক্ষেত্রে। একটির ক্যামেরার মুখ আনিসের(Anish Khan) সমাধির দিকে। অন্যটি সম্ভবত সমাধিক্ষেত্রের প্রবেশ পথে লাগানো হতে পারে। এর পাশাপাশি, সালেম খানের দাবি মেনে সমাধিতে অতিরিক্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন- Anish Khan murder: আনিস খান হত্যার জের! আমতা থানার ওসিকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠাল রাজ্য

অভিযোগ, এলাকার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান আনিসের পরিবারকে হুমকি(Murder Threat) দিচ্ছেন। সিবিআই তদন্তের(CBI Investigation) দাবি থেকে সরে না এলে আনিসের(Anish Khan) দেহ কবর খুঁড়ে বের করে নেওয়ারও ভয় দেখানো হয়েছে। তাই সমাধিক্ষেত্রে নিরাপত্তা চাওয়ার কথা জানান আনিসের বাবা। উল্লেখ্য, আনিসের বাবা ওই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন। যদিও শুক্রবার সেই দাবি থেকে সরে আসেন তিনি। এই সরে আসার পেছনে কোনও হুমকি কাজ করছে কিনা, তা নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি।

SITMurder MysteryWEST BANGALAnish Khan

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর