হাসপাতালে না এসে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসক। এই অভিযোগে ২২ জন চিকিৎসকের বেতন আটকে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বারবার তাঁদের সচেতন করা হলেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। আর সেকারণেই এই কঠোর নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কী অভিযোগ?
অভিযোগ, যাঁরা কলকাতা থেকে বদলি হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়েছেন তাঁরা ইচ্ছেমতো কাজকর্ম করছেন। সপ্তাহে একদিন করে হাসপাতালে থাকলেও বাকি সময় কলকাতা ও অন্যত্র চলে যাচ্ছেন। এমনকি একাধিক ক্লাসও নিচ্ছেন না তাঁরা।
কী জানিয়েছেন প্রিন্সিপ্যাল?
টিভি ৯ বাংলায় সাক্ষাৎকারে প্রিন্সিপ্যাল ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন, "কাউকে ছাড়া হবে না। যাঁরা কর্তব্যে গাফিলতি করবেন তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
হাসপাতালে উপস্থিত না থাকায় চিকিৎসকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় নাগরিক মঞ্চও। তাঁদের দাবি, এর পরেও পরিস্থিতির উন্নতি না হলে লাগাতার আন্দোলন হবে।