সন্দেশখালির শেষ কথা তিনিই। বিধায়ক থেকে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, তা তিনিই ঠিক করে দেন। জেরায় এমনই জানিয়েছেন শাহজাহান শেখ। আদালতে ইডি তাঁদের বক্তব্যে এমনই জানিয়েছে। এদিকে ইডি হেফাজতে জোর করে বয়ান লিখিয়ে নেওয়ার দাবি করেছেন শাহজাহান। শনিবারই এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। শাহজাহানের আইনজীবী জাকির হুসেন শনিবার ব্যাঙ্কশাল আদালতে জানান, তদন্তকারী সংস্থাকে তিনি যে বয়ান দিয়েছেন, তা-ও প্রত্যাহার করতে চাইছেন বলে দাবি শাহজাহানের আইনজীবীর।
শনিবার সন্দেশখালি মামলার শুনানি ছিল আদালতে। শাহজাহানের বিচারবিভাগীয় আবেদন করে ইডি। সূত্রের খবর, ইডি লিখিত আকারে আদালতকে এই আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির দাবি, জেরা করার সময় শাহজাহান শেখ জানিয়েছেন, সন্দেশখালি এলাকায় তিনিই শেষ কথা। তাঁর কথাতেই সব কাজ হয়। যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেন শাহজাহানই।
ইডি হেফাজতে থাকাকালীন শাহজাহান শেখকে জেরা করে আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলেও আদালতে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার মূল্য কয়েক কোটি টাকা।