Television Actress Death in Garfa: পল্লবীর জন্যই বিয়ে ভেঙ্গেছিল তাঁদের, বিস্ফোরক অভিযোগ সুকন্যার

Updated : May 17, 2022 18:02
|
Editorji News Desk

পল্লবী মৃত্যুরহস্যে(Pallabi Dey Death Mystery) এবার বিস্ফোরক মন্তব্য করলেন সাগ্নিকের 'স্ত্রী' সুকন্যা। বন্ধুর হবু স্বামীর সঙ্গে জেনেবুঝেই সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী পল্লবী দে। এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে এমন দাবি করলেন সুকন্যা। তাঁর আরও দাবি, ‘‘পল্লবী ভাল মেয়ে ছিল না। ওর পক্ষে অত দামি উপহার দেওয়া সম্ভব নয়। আর সাগ্নিক কাউকে মেরে ফেলতে পারে না।’’ 

সাগ্নিকের 'স্ত্রী' সুকন্যা(Sukanya) জানান, পল্লবী আদতে তাঁরই বন্ধু ছিলেন। যে ঐন্দ্রিলার নামে সাগ্নিকের সম্পর্কের অভিযোগ করেছেন পল্লবীর বাবা-মা, সেই ঐন্দ্রিলাকেও ১০-১২ বছর ধরে চেনেন তিনি। তাঁরা দীর্ঘদিন পরস্পরের সঙ্গে পরিচিত। এমনকি, সাগ্নিকের সঙ্গে যখন তাঁর বিয়ের ঠিক হয়, তখন রেজিস্ট্রি বিয়েতে সাক্ষী হওয়ার কথা ছিল পল্লবীরই। বিয়ের নোটিসে তাঁর নামও ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই বিয়ে হয়নি পল্লবীর(Pallavi Dey Death Mystery) জন্যই।

আরও পড়ুন- Pallavi Dey Death Update: গাড়ি থেকে ফোন, সাগ্নিককে দামী উপহার দিতেন পল্লবী, দাবি পল্লবীর বাবার

সুকন্যার আরও দাবি, সাগ্নিকের সঙ্গে তাঁর বিয়ের কথা জেনেও সাগ্নিকের ঘনিষ্ঠ হতে শুরু করেন পল্লবী(Pallavi Dey Death Mystery)। সুকন্যার কথায়, ‘‘আমার অনুপস্থিতিতে ওরা মেলামেশা করত। আমি সেটা বুঝতে পারি।’’ বাধ্য হয়েই ‘ত্রিকোণ সম্পর্ক’ থেকে বেরিয়ে এসেছিলেন সুকন্যা। সাগ্নিকের 'স্ত্রী'র দাবি, ‘‘আমার মনে হয়েছিল, সাগ্নিকের আর্থিক সচ্ছলতার জন্যই ওঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল পল্লবী।’’ সুকন্যার আরও দাবি, পল্লবীদের পরিবার কোনওদিনই অর্থনৈতিকভাবে খুব একটা ভাল অবস্থায় ছিল না। 

সুকন্যা জানান, ২০১৩ সাল থেকে সাগ্নিকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ২০২০ সাল থেকে আর কোনও যোগাযোগ রাখেননি সাগ্নিক(Sagnik Chakraborty)। পল্লবীর পাশাপাশি যে সাগ্নিকও তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তা মেনে নিতে পারেননি সুকন্যা। তবে গত কয়েকদিন ধরে যে ভাবে পল্লবীর মৃত্যুর জন্য সাগ্নিককে(Sagnik Chakraborty) দায়ী করা হচ্ছে, তাও মানতে পারেননি তিনি। ফলে শেষপর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন তিনি। 

TollywoodGarfa Death MysteryPallavi DeyTele Actress Death Mystery

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর