Rudranil attacks Mamata : 'তিনি মানে সব ঠিক...তিনি যদি বলে দেন সাদা হয় কালো' মমতাকে কটাক্ষ রুদ্রনীলের ?

Updated : Apr 13, 2022 08:49
|
Editorji News Desk

একই সুর, একই ছন্দ । ফের কবিতা বাঁধলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) । অনুব্রত মণ্ডলের পর এবার তাঁর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে, কবিতায় কোনও নাম উচ্চারণ করেননি তিনি । পুরোটাই 'থার্ড পার্সন'-এ । শুধুমাত্র 'তিনি', এই শব্দের মধ্যে দিয়ে গোটা কবিতায় বিভিন্ন ইস্যুতে মমতাকে বিঁধলেন রুদ্রনীল । কবিতার ছত্রে ছত্রে শুধু ব্যঙ্গ ও আক্রমণ (Rudranil Attacks Mamata Banerjee) ।

কবিতায় কী বলেছেন তিনি ? শাণিত ভাষায় আক্রমণ করে প্রথমে রুদ্রনীল বলেছেন, 'খবর দেখো না তুমি সব জেনে যাবে, সিরিয়াল দেখো তুমি শান্তি তো পাবে!' রুদ্রনীলের কটাক্ষ, 'তিনি মানে সব ঠিক, তিনি মানে ভাল, তিনি যদি বলে দেন সাদা হয় কালো!' এরপর রুদ্রনীলের কথায় একে একে উঠে আসে, বগটুই, হাঁসখালি ও আনিসের কথা । তিনি বলেন, 'মরে যাক আনিসেরা, হোক হাঁসখালি, পুড়ে যাক বগটুই, হোক কোল খালি ।' তবু হুঁশ নেই তাঁর ।

কবিতার ছলে রুদ্রনীলের কটাক্ষ, সিবিআই থেকে হাইকোর্ট সবই নাকি বিরোধীদের ষড়যন্ত্র । এমনই তো বারবার দাবি করে এসেছেন 'তিনি ' । রুদ্রবাণ থেকে ছাড়া পাননি বুদ্ধিজীবীরা । তাঁদের নীরবতাকে ব্যঙ্গ করেছেন । মাসে মাসে ভাতা, প্রশাসনের চোখরাঙানি, কোনও কিছুকেই ব্যঙ্গবাণে বিঁধতে ছাড়েননি তিনি । আর কবিতার শেষে ফের আক্রমণ করলেন অনুব্রত মণ্ডলকে ।

আরও পড়ুন, Madan Mitra: রুদ্রর 'অনুমাধব' বনাম মদনের 'নীলমাধব', কবির লড়াইয়ে জমজমাট রাজ্য রাজনীতি
 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলকে করে ‘অনুমাধব’কবিতা বেঁধেছিলেন রুদ্রনীল ঘোষ । যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে । মঙ্গলবারই নীল ষষ্ঠীর ব্রতকে সামনে রেখে অভিনেতাকে পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক মদন মিত্র । অভিনেতার সুর, ছন্দ, ভঙ্গিতেই লেখা কামারহাটির বিধায়কের ‘নীলমাধবের আর্তনাদ’ কবিতা । প্রতিটি পংক্তি, ছত্রে ছত্রে শুধুই ব্যঙ্গ ভেসে উঠেছে ।

বুধবার নীল ষষ্ঠীর আগের দিন রুদ্র এবং নীলকে ভাগ করে মদনবাণ, ‘বিজেপি-তে উপোস করে হয়েছ শুকনো বিল !’ আরও দাবি, ‘জল তোমার শুকিয়ে গেছে রসও রসাতলে, কী যে কষ্ট কী যে দুঃখ তোমার দাড়ি-ই কথা বলে ।’ অর্থাৎ, কাজ না পাওয়ার কারণ বিজেপি-তে যোগদান—এ কথাই কি ঘুরিয়ে স্পষ্ট করে দিলেন মদন ?

এসবের রেশ কাটতে না কাটতে ফের কবিতার লড়াইয়ে হাজির রুদ্রনীল । এবার খোদ মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন অভিনেতা ।

BJPTMCrudranil ghoshMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর