পুজোর আগেই সুখবর। নতুন অথিতি বেঙ্গল সাফারি পার্কে। মা হল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) রিকা (Rika)। প্রথমবার তিন সন্তানের জন্ম দিল পাঁচ বছর বয়সী রিকা।
শনিবার সাফারি পার্কে যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, মা এবং শাবকেরা সুস্থ আছে। তবে, এখনও শাবকগুলির লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, লিঙ্গ নির্ধারণ সম্ভব হলেই শাবকগুলির নাম রাখা হবে।
আরও পড়ুন - রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন দিল্লি, রাজধানীতেই মৃত মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক
কয়েক দিন সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা দুটি সন্তান প্রসব করেছিল। জন্মের পর দিনই একটি শাবকের মৃত্যু হয়। এক মাসের মধ্যেই দ্বিতীয় শাবকটিরও মৃত্যু হয়। এই ঘটনায় রিপোর্টও তলব করেছিল বন দফতর। তার পরেই রিকা তিন শাবকের জন্ম দিতেই খুশির হাওয়া পার্কে।