তিন দিন পর সোমবার সকালে নদী পেরিয়ে নিজের ডেরায় ফিরল বাঘ। সোমবার সকালে প্রথমে বনকর্মীদের দেখেই রেগে যায় বাঘটি। তেড়ে যায় কর্মীদের দিকে। আতঙ্কে গাছে উঠে পড়েন বনকর্মীরা। অবশেষে বাতি বোমা এবং লাঠি দিয়ে তাড়া করা হয় বাঘটিকে। এরপর মাকড়ি নদীতে সাঁতার কেটে আজমলমাড়ি জঙ্গলে ঢুকে যায় বাঘটি।
জানা গিয়েছে, শুক্রবার রাতে সুন্দরবনের আজমলমাড়ির জঙ্গল থেকে নদী পেরিয়ে কুলতলী ভুবনেশ্বরের গৌড়চক এলাকায় ঢুকে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। পরের দিন সকালে বাঘের পায়ের ছাপ দেখে বনদফতরকে খবর দেয় স্থানীয়রা। এরপর দু'দিন ধরে গোটা এলাকা জাল দিয়ে মুড়ে দেওয়া হয়। বাঘের জন্য ফাঁদ পাতা হয়।
আরও পড়ুন - কুয়াশায় মোড়া সকাল, ব্যাটিং শুরু শীতের, শহরে মরসুমের শীতলতম দিন
কিন্তু খাঁচার ধারে কাছেও ঘেঁষতে দেখা যায়নি বাঘটিকে। এরপর রবিবার ফের বাঘের অস্তিত্ব বুঝতে পারেন বনকর্মীরা। আরও বেশি সংখ্যক বনকর্মী নিয়ে বাঘটির জন্য ফাঁদ পাতা হয় কিন্তু শেষ পর্যন্ত ধরা যায়নি বাঘটিকে। অবশেষে সোমবার নদী পেরিয়ে বাঘটি নিজেই জঙ্গলে ফিরে যায়।