ভার্চুয়ালি শ্রীভূমির পুজো উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের থিম প্যারিসের ডিজনিল্যান্ড। কিন্তু চমকের এখানেই শেষ নয়। আর মাত্র চারদিন পরেই শ্রীভূমিতে (Sreebhumi) আসবেন ব্রাজিলীয় তারকা রোনালডিনহো (Ronaldinho)।
শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো এই বছরে ৫১তম বর্ষে পা দিয়েছে। ইতিমধ্যেই এই পুজো উদ্বোধন হলেও আম জনতার জন্য খুলে দেওয়া হয়নি। জানা গিয়েছে, মহালয়ার দিন থেকে দর্শকদের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হবে। আর তার পর দিন অর্থাৎ আগামী ১৬ অক্টোবর এই পুজো মণ্ডপে আসবেন রোনালডিনহো।
আরও পড়ুন - শ্রীভূমি থেকে টালা প্রত্যয়, মহালয়ার আগে ভার্চুয়ালি ৮০০ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী