তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে। তার মধ্যেই এবার পুজো-মন্ডপে স্থান পেতে চলেছেন রোদ্দূর রায়! দুর্গাপুজোয় এবার আর মহিষাসুর নয়, দুর্গা বধ করবেন রোদ্দূর রায়কে! শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই উদ্যোগ নিতে চলেছে কলকাতার একটি পুজো সংগঠন। তবে, এই বিশেষ অসুরকে'মহিষাসুর' নয়, রোদ্দূর রায়ের নামের সঙ্গে মিলিয়ে ডাকা হবে 'রোরাসুর' বলে। এমনটাই জানাচ্ছেন ওই পুজোর সংগঠকরা।
সম্প্রতি ফেসবুক লাইভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। যে কারণে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। গত ৭ জুন গোয়া থেকে গ্রেপ্তার হয়েছিলেন ইউটিউবার। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৭, ১৫৩, ৫০১, ৫০৪, ৫০৫, ৫০৯ ধারায় মামলা রুজু হয়। ৯ জুন তাঁকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি জামিনে মুক্ত তিনি।