ভারতীয় ক্রিকেটকে (Indian Cricket) বিদায় জানালেন রবিন উথাপ্পা (Robin Uthappa) । ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ।
ভারতীয় ক্রিকেটে রবিন উথ্থপার (Robin Uthappa's Retirement) জার্নিটা প্রায় ২০ বছরের । ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন উথ্থাপা । ভারত জিতেছিল সেই ম্যাচে । উল্লেখযোগ্যভাবে,তার ঠিক ১৫ বছর পর একই দিনে অর্থাৎ ১৪ সেপ্টেম্বর টুইট করে অবসরের ঘোষণা করলেন উথ্থাপা । টুইটে তিনি লিখেছেন, ‘কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের । তবে, সব ভালরই একটা শেষ আছে । ভারাক্রান্ত মনে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি । সবাইকে অনেক ধন্যবাদ ।’
ভারতের হয়ে ৪৬টি এক দিনের ম্যাচ খেলেছেন ৩৬ বছরের ক্রিকেটার । ৯৩৪ রান করেছেন । ছ’টি অর্ধশতরান করেছেন তিনি । দেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪৯ রান করেছেন এই ডান হাতি ব্যাটার। আইপিএলের উদ্বোধনী মরসুম থেকে টানা খেলেছেন। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স থেকে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস-সহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন । কর্নাটকের ঘরোয়া ক্রিকেটেও সাফল্যের মুখ দেখেছিলেন তিনি ।