টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে । ফলে রবিবার রাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাটি । এয়ারপোর্ট থেকে সল্টলেকের দিকে এই রাস্তা দিয়েই যাওয়া যায় । সেখানে ব্যস্ততম রাস্তাটি বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে সাধারণ মানুষকে । সেকথা মাথায় রেখেই বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে । বিকল্প রুটগুলি জেনে নিন...
নিউ টাউন নারকেল বাগান মোড় থেকে এম আর ধরে চিংড়ি ঘাটা যাওয়া যাবে । একই রাস্তায় সল্টলেকও যাওয়া যাবে । কলকাতার দিকে যেতে গেলে নিউটাউন বক্স ব্রিজ থেকে নেমে কেয়া মোটর্স হয়ে ফিলিপস মোড়, আরএস সফটওয়্যার মোড় হয়ে যাওয়া যাবে ।
সল্টলেকে যাওয়ার জন্য কেয়া মোটর্সের সামনে হয়ে টেকনো পলিস বিল্ডিংয়ের ব্যাক সাইড দিয়ে যেতে পারবেন । প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের রুটিন নম্বরে যোগাযোগ করতে পারেন । জানা গিয়েছে, এয়ারপোর্টমুখী রাস্তায় কোনও পরিবর্তন হচ্ছে না ।
উল্লেখ্য, অনেক জট কাটিয়ে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে । নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি ১৩ তম স্টেশন । স্টেশনটি ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া । আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে ।