কলকাতা যাওয়ার পথে একটি চারচাকা গাড়িকে পিষে দিল লরি। ঘটনাটি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।তাঁর নাম সমরেশ মুখোপাধ্যায়। এবং অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, বর্ধমান থেকে চারচাকা গাড়িতে করে কলকাতা যাচ্ছিলেন সমরেশ এবং অরিজিৎবাবু। শক্তিগড়ের কাছে কলকাতা গামী একটি লরি পিছন থেকে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। এবং পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমরেশবাবুর।
এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকা। চারচাকা গাড়িটিকে ক্রেনদিয়ে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এলাকাবাসীদের অভিযোগ, শক্তিগড়ে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ফলে রাস্তা যানজট বাড়ছে। এবং সেই সঙ্গে রাস্তা সরু হয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে। যার ফলে নিত্যদিন দুর্ঘটনা বাড়ছে সেখানে। জাতীয় সড়ক কর্তৃপক্ষও বিষয়টিকে তেমন গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ।