বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারীর। ঘটনায় আহত আরও ২ সাইকেল চালক। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়নজুলিতে পড়ে যায় বাসটি। সেসময় বাসের ভিতরে থাকা কয়েকজন যাত্রী জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর বড়দাবাদ এলাকায়।
Read More- গান থেকে নাটকে অনুপম ! বাংলাদেশে নতুন ভূমিকায় সুরকার ?
ওই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একটি বাস আচমকা এক পথচারীকে ধাক্কা মেরে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এবং তারপর নয়নজুলিতে পড়ে যায় বাসটি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ধমান-ইটাবেড়িয়া রুটে বাসটি চলাচল করে। প্রচন্ড গতিতে ইটাবেড়িয়ার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয়। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২জন। এবং বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী জখমের তালিকায় রয়েছেন। তাঁদের চিকিৎসা করা হচ্ছে।