মেমারি কাটোয়া রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় প্রাণ গেল ৭ বছরের এক শিশুর। তার নাম অন্বেষা কিস্কু। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৩ জন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙার কাছে।
জানা গিয়েছে, যাত্রীবোঝাই একটি বাস সাতগেছিয়ে থেকে মেমারির দিকে যাচ্ছিল। অন্যদিকে ডাম্পারটি আসছিল মেমারির দিক থেকে। দুর্গাডাঙার কাছে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনায় আহতদের প্রথমে মেমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তারপর কয়েকজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে আহতদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।