বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ৩০ জন। ঘটনাটি হুগলির গোঘাটে। আহতদের কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর যাচ্ছিল একটি যাত্রিবাহী বাস। সেসময় কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। ৭ নম্বর রাজ্য সড়কের উপর বাস ও ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। এরপর খবর দেওয়া হলে সেখানে পৌঁছয় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দু-ধারে নিয়ম না মেনে দাঁড়িয়ে থাকছে একাধিক গাড়ি। ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। অবিলম্বে বেআইনি পার্কিং বন্ধ করার দাবি করেছেন তাঁরা।
ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সমস্যা পড়েন নিত্যযাত্রীরা। তবে পুলিশ পৌঁছে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে।