অ্য়াম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি কোচবিহারের তল্লিগুড়ি বাজার এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সন্ধে নাগাদ তল্লিগুড়ি বাজার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। সেখানে ভিড় কয়েকছিলেন প্রচুর মানুষ। সেসময় তুফানগঞ্জ থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল একটি অ্য়াম্বুল্যান্স। তল্লিগুড়ি এলাকার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সেটি। এবং প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে। তারপর প্রায় ৬ জনকে ধাক্কা মারে অ্য়াম্বুল্যান্সটি।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কোচবিহার এম জে এম হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
ঘটনার পরেই অ্য়াম্বুল্যান্স চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।