মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার বাঁশদ্রোণীতে টিউশন যাওয়ার পথে মৃত্যু নবম শ্রেণির এক স্কুল পড়ুয়ার। মাটি কাটার যন্ত্র জেসিবিতে পিষে ঘটনাস্থলেই মৃত্যু পড়ুয়ার। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়। স্থানীয় কাউন্সিলর কেন দ্রুত আসেননি, সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেই কাজের সময়ই বিপত্তি হয়। রাস্তা দিয়ে হেঁটে টিউশনিতে যাচ্ছিল ওই ছাত্র। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই ছাত্রটিকে গাছে পিষে দেয় জেসিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। প্রতিবাদে জেসিবিটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন তাঁরা। কাউন্সিলর কোনও পদক্ষেপ নেননি। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনার পরেও স্থানীয় কাউন্সিলর আসেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল! প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অসাবধনতার কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মর্মান্তিক দুর্ঘটনায় বাঁশদ্রোণী এলাকায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে।