ছুটির দিনে লোক ঠাসাঠাসি ভিড়। মোড় ঘুরতে গিয়ে আচমকাই বিকট শব্দ। উলটে গেল যাত্রীবোঝাই (Katwa Accident) বাস। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়ার (Katwa) ন'নগরের কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে মহিলা, পুরুষ এমনকি শিশুও রয়েছে। আহতরা কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, বেপরোয়া গতিতে ছুটে আসছিল ওই যাত্রীবোঝাই বাসটি। আচমকাই মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় বাসটি পুরো উল্টে যায়। গাড়ির সামনের কাঁচ ভেঙে বাসের ভিতর থেকে বের করে নিয়ে আসা হয় যাত্রীদের। দুর্ঘটনায় কম বেশি সকলের আহত হয়েছেন।
আরও পড়ুন- আমতায় তৃণমূলকর্মীর দেহ উদ্ধার, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের