ঘটনার পর থেকেই বয়ানে মিলেছিল অসঙ্গতি। বৃহস্পতিবার গ্রেফতার হলেন, ঝাড়খন্ডের ইউটিবার তথা অভিনেত্রী প্রয়াত রিয়া কুমারীর (Riya Kumari) স্বামী প্রকাশ কুমার। বুধবার তদন্তের আর্জি জানিয়ে, রিয়ার পরিবার দাবি করে পরিকল্পনা করে স্ত্রীকে খুন করেছে স্বামী প্রকাশই।
পরিবার সূত্রে খবর, রিয়ার ইউটিউবের রোজগারে খুশি ছিলেন না প্রকাশ। প্রতিনিয়ত রিয়াকে সন্দেহও করতেন তিনি। রিয়ার উপর প্রকাশ শারিরীক নির্যাতন চালাতেন বলেও রয়েছে অভিযোগ। রিয়ার রোজগারের টাকা নিয়ে নিতেন প্রকাশ, এই অভিযোগও এনেছে রিয়ার পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে।
Bagnan Murder News: ছিনতাইয়ে বাধা, বাগনানে স্বামীর সামনেই স্ত্রীকে গুলি করে খুন দুষ্কৃতীদের
উল্লেখ্য, বুধবার ভোর ৬টা নাগাদ বাগনানের মহিষরেখা ব্রিজে একদল দুষ্কৃতী গুলি করে হত্যা করে রিয়া কুমারীকে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর স্বামী এবং কন্যা সন্তানও। ঘটনা প্রকাশ্যে আসতেই দানা বাঁধে রহস্য।