ISRO-র পাঠানো রোভার প্রজ্ঞানের হাঁটাচলার দায়িত্বে বাঙালি মেয়ে রিমা ঘোষ। আসানসোলের বাসিন্দা রিমাকে নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। অত্যাধুনিক প্রযুক্তি, রিমোট সেন্সিং এবং একাধিক সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রজ্ঞানকে। চাঁদের দক্ষিণ মেরুতে হাঁটানোর দায়িত্ব রয়েছে ISRO-র একটি বিশেষ টিমের উপর। সেই টিমের সদস্য় রিমা।
আসানসোলের এ জি চার্চের ছাত্রী ছিলেন রিমা ঘোষ। হিলভিউ এলাকায় বাড়ি তাঁর। লা-মার্টিনিয়ার কলেজ থেকে তাঁর পড়াশোনা। মহারাষ্ট্রের একটি কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্য়ান্ড টেলিকমিউনিকেশনে পড়াশোনা করেছেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম টেক করেন। ২০০৮ সাল থেকে ইসরোতে চাকরি করছেন তিনি।
Read More- রাজ্যের মুকুটে নয়া পালক, বিশেষ প্রকল্পে কেন্দ্রের থেকে স্বর্ণপদক প্রাপ্তি
জানা গিয়েছে, এখন খুব ব্যস্ত রয়েছেন রিমা। বাড়ির সঙ্গেও খুব একটা যোগাযোগ রাখতে পারছেন না তিনি। কারণ রোভার প্রজ্ঞানকে সবসময় নিয়ন্ত্রণ করতে হচ্ছে। চলতি বছরের পুজোয় আসানসোলে আসবেন তিনি। পরিবারের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটাবেন বলে জানা গিয়েছে।