আরজি কর কাণ্ডের পর থেকে নিরাপত্তা-সহ মোট দশ দফা দাবি নিয়ে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এবার এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাতে ৪৮ ঘন্টার আংশিক কর্মবিরতির ডাক দিলেন শহরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। শনিবার এই কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছে। জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর (সোমবার) সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর (বুধবার) সকাল ৬ পর্যন্ত আংশিক কর্মরিরতি চলবে। মেডিকা, ফর্টিস, কোঠারি, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তরফে এই ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে জানানো হয়েছে, এরফলে রোগী ভোগান্তির আশঙ্কা নেই। কারণ জরুরি অবস্থায় কোনও রোগী এলে অবশ্যই চিকিৎসা করা হবে। কিন্তু বাকি সব পরিষেবা বন্ধ থাকবে। এমনকি ব্যক্তিগত চেম্বারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কর্মবিরতিতে কাজ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে।
দশ দফা দাবি নিয়ে গত শনিবার অর্থাৎ ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে টানা অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই অনশনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনিকেত মাহাতো। এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। হাসপাতালে রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসক আলোক বর্মাও। তাঁদের দাবি না মানা হলে অনশন চালিয়ে যাওয়া হবে বলেই জানানো হয়েছে।