আরজি করের মামলায় ফের ফের আইনজীবী বদল। এবার আইনজীবী বদল করলেন নির্যাতিতার মা-বাবা। সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন তিলোত্তমার বাবা-মা’র হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার, সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি। তার আগেই আইনজীবী বদলাল। তিলোত্তমার মা-বাবার হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভার। টিভি নাইন বাংলা সূত্রে খবর, বিনা পারিশ্রমিকে মামলা লড়বেন তিনি।
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির আগে ১৫ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবীও বদল হয়েছে। গীতা লুথরার বদলে মামলার নয়া আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিং-কে নিয়োগ করা হয়। ১৭ সেপ্টেম্বরের শুনানিতে প্রথমবার অংশ নেন ইন্দিরা জয়সিং। তাঁর একের পর এক জোরাল প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার পক্ষ। এবার আইনজীবী বদলের সিদ্ধান্ত নির্যাতিতার মা-বাবারও।
বৃন্দা গ্রোভার অবশ্য আরজি করের ঘটনা নিয়ে আগে থেকেই ওয়াকিবহাল। রাত দখল কর্মসুচির উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বৃন্দা গ্রোভারের।