শনিবার সন্ধে থেকে ধর্মতলায় ওয়াই চ্যানেলে আমরণ অনশনে বসেছেন ছ'জন জুনিয়র ডাক্তার। কিন্তু অনশন মঞ্চে আরজি কর হাসপাতালের কোনও জুনিয়র ডাক্তরের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, রবিবার রাতে আমরণ অনশনে যোগ দিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো।
১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় জুনিয়র ডাক্তার। রবিবার রাতে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আরজি কর হাসপাতালের পিজিটি তথা জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো।
শনিবার যখন ছয় অনশনকারীর নাম ঘোষণা করা হয়, দেখা যায় তাঁদের মধ্যে কেউ আরজি কর হাসপাতালের নয়। আরজি কর হাসপাতালকে ঘিরে যে আন্দোলন শুরু হয়েছে, আমরণ অনশন শুরু হয়েছে, সেখানে সেই হাসপাতালের কেউ অনশনে নেই কেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলে ডাক্তারদের তরফে জানানো হয়, আরজি করের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ঐক্যবদ্ধ ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার অনশন মঞ্চে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একেবারে প্রথম সারির মুখ অনিকেত মাহাতো।
শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। কারা অনশনে বসবেন, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মত ভাবেই, দাবি জুনিয়র ডাক্তারদের।