আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ বং হত্যার ঘটনায় সারা দেশ তোলপাড়, এবার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আগেই সাসপেন্ড করে সন্দীপকে। 'মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যথী ও সংবেদনশীলতার অভাব ছিল, এই কারণ দেখিয়ে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে IMA-এর ডিসিপ্লিনারি কমিটি।
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে লাগাতার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়ে আরজি কর কাণ্ডের তদন্তে সহায়ক একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।
ইতিমধ্যেই সন্দীপ-সহ মোট সাত জনের পলিগ্রাফ পরীক্ষা করিয়েছে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলাও দায়ের হয়েছে। হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত করছে সিবিআই -এর দুর্নীতি দমন শাখা।