নিরাপত্তাজনিত কারণে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত ধৃত সঞ্জয় রায়কে শুক্রবার স্বশরীরে আদালতে পেশ করা হবে না। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানি করতে চাইছে সিবিআই। আদালত চত্বরে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের উপর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সিবিআই আধিকারিকরা।
উল্লেখ্য, এর আগে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আলিপুর বিশেষ আদালতে পেশ করার সময়ে তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন সেখানকার আইনজীবীরা। পরে আদালত থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে চড় মারার অভিযোগও ওঠে। সেই কারণেই সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে আনতে চাইছে না সিবিআই৷
গত মামলার শুনানিতে সঞ্জয় রায়কে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সাধারণের প্রবেশাধিকার নেই, এমন আদালত কক্ষে তার মামলার শুনানি হয়েছিল। আশঙ্কা করা হয়েছিল, সঞ্জয় রায়কে হাতের নাগালের মধ্যে পেলে আক্রমণ করতে পারে আমজনতা। ব্যাপক জনরোষ সৃষ্টি হতে পারে। পরিস্থিতি সামাল দেওয়া তখন দুষ্কর হবে।
আরজি কর-কাণ্ডে এখনও পর্যন্ত এক জনকেই গ্রেফতার করা হয়েছে। মূল ঘটনার পরের দিন তাঁকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে তাঁকে তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। বেশ কিছু দিন সিবিআই হেফাজতে ছিলেন অভিযুক্ত। তাঁর ১৪ দিনের জন্য জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে শুক্রবার।