আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার পানিহাটির বিধায়ককে তলব করল সিবিআই । সোমবারই তলব করা হয় নির্মল ঘোষকে । সিবিআইয়ের নোটিস পেয়ে এদিন নির্ধারিত সময়ে সিজিও-তে পৌঁছেছেন তৃণমূল বিধায়ক । আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করছে সিবিআই ।
সিবিআই সূত্রে খবর, আর জি কর কাণ্ডের তদন্তে নেমে একাধিক সাক্ষ্মীর বয়ান ও হাসপাতালের বিভিন্ন ফুটেজ হাতে পেয়েছেন তদন্তকারীরা । তারই ভিত্তিতে তলব করা হয়েছে পানিহাটির বিধায়ককে । সিবিআই সূত্রে খবর, ৯ অগাস্ট অর্থাৎ আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দিন হাসপাতালে গিয়েছিলেন নির্মল ঘোষ । ওইদিন সকালে সন্দীপ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেছিলেন তিনি । বৈঠকে সন্দীপের সঙ্গে কী কথা হয়েছিল, সেই নিয়ে এদিন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ।
এদিকে, নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছে বলে ঘটনার প্রথম দিক থেকে অভিযোগ উঠেছে । সিবিআই সূত্রে খবর, নির্যাতিতার দেহ দাহ করার পিছনে ওই বিধায়কের ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের । এদিন সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।
আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তে আগেই বেশ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে । সিবিআই সূত্রে খবর ছিল, নির্যাতিতার দেহ হাসপাতাল থেকে বের করা থেকে দাহ পর্যন্ত সবটাই নিয়ন্ত্রণ করেছেন এক বিধায়ক ও কাউন্সিলর । তদন্তকারীদের সূত্রে আরও দাবি, মৃতদেহ দাহ হওয়া পর্যন্ত বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশনও শ্মশানের আশপাশেই ছিল । তাহলে কি ওই বিধায়ক নির্মল ঘোষই ? জল্পনা তুঙ্গে বিভিন্ন মহলে ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে তলব করেছিল ইডি । তার আগে সুদীপ্তর উত্তর কলকাতায় বাড়ি সহ একাধিক নার্সিংহোমে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । আর জি করে দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতের কড়া নেড়েছিলেন এই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যেখানে সন্দীপ ঘোষের নামের সঙ্গেই উঠে আসে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের নাম। সেই ঘটনার তদন্তেই সিবিআই ও ইডির নজরে রয়েছেন সুদীপ্ত রায় ।