আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজেও দুর্নীতির অভিযোগ ? বুধবার সন্ধেবেলায় সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকে । বেশ কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই । পরে সিবিআই দফতর থেকে বেরিয়ে অঞ্জন জানান, সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
আর জি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই ও ইডির ব়্যাডারে রয়েছেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় । দফায় দফায় তাঁর বাড়িতে ও নার্সিংহোমে হানা দিয়েছিলেন দুই তদন্তকারী সংস্থার আধিকারিকরা । এদিকে, সুদীপ্ত রায় কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন বলে জানা গিয়েছে । সুদীপ্ত রায়ের সঙ্গে প্রায়ই ফোনে কথা হত কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীর । সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত রায়ের কল রেকর্ডিং খতিয়ে দেখেই অঞ্জনকে ডাকে তদন্তকারী সংস্থা ।
সিবিআই দফতর থেকে বেরিয়ে কলকাতা মেডিক্যালের সুপার বলেন, 'আমি বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে সিবিআই দফতর থেকে ফোন আসে। আমার পরিচয় জিজ্ঞাসা করা হয়। বলা হয়, সম্ভব হলে আমি যেন সিবিআই দফতরে আসি। সঙ্গে সঙ্গে আমি গাড়ি ঘুরিয়ে চলে আসি। ওরা কয়েকটা কল রেকর্ড ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করেন।' সুপার তদন্তকারী আধিকারিকদের জানান, রোগী কল্যাণ সমিতিতে ছিলেন সুদীপ্ত রায় । তাই, তাঁর সঙ্গে মূলত রোগী ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা হত ।
জানা গিয়েছে, বুধবার অঞ্জন অধিকারী ছাড়াও, আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও তলব করেছিল সিবিআই । এর আগেও একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । তাঁর বিরুদ্ধে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।
উল্লেখ্য,সুপ্রিম কোর্টের শুনানির দিনই আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের ৬ জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ইডির একটি দল পৌঁছে যায় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের হুগলির ঠিকানায় । সেখানে দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোয় তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা । অন্যদিকে, তৃণমূল বিধায়কের উত্তর কলকাতার বাড়িতেও চলে ইডির তল্লাশি ।সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতেও হানা দেয় ইডি । একইসঙ্গে বিধায়কের বাড়ি লাগোয়া তাঁর মালিকানাধীন একটি নার্সিং হোমেও অভিযান চালায় তদন্তকারী সংস্থা । বেশ কয়েকদিন ধরেই ইডির ব়্যাডারে রয়েছেন সুদীপ্ত রায় । দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে একজন হলেন সুদীপ্ত ।