প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ২৮ এপ্রিল পরীক্ষা হয়েছিল। ১ মাস ৯দিনের মাথায় ফল প্রকাশ করল বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে প্রথম ১০ জনের নাম জানানো হয়েছে।
- প্রথম--কিংশুক পাত্র-বাঁকুড়া
- দ্বিতীয়--শুভ্রদীপ পাল-কল্যাণী
- তৃতীয়-বিবাশ্বন বিশ্বাস-কৃষ্ণনগর
- চতুর্থ-ইরাদ্রি বসু খান্দো-শিলিগুড়ি
- পঞ্চম-ময়ূখ চৌধুরী-কলকাতা
- ষষ্ঠ--ঋতম বন্দ্যোপাধ্যায়-হুগলি
- সপ্তম--অভীক দাস-আলিপুরদুয়ার
- অষ্টম--অথর্ব সিঙ্ঘানিয়া-কলকাতা
- নবম--সৌনক কর-কলকাতা
- দশম--বিজিত মুইশ -কলকাতা