ফের কলকাতা-সহ রাজ্য পুলিশে বড় রদবদল । কলকাতা পুলিশের অধীনে একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে । অন্যদিকে, রাজ্য পুলিশের ক্ষেত্রে নন্দীগ্রাম, ভাটপাড়ার মতো গুরুত্বপূর্ণ থানার আইসিকেও বদল করা হয়েছে । লোকসভা ভোটের আগে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।
জানা গিয়েছে, কলকাতা পুলিশে মোট ৬০ জন পুলিশ অফিসারকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই তালিকায় রয়েছে জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি-সহ একাধিক থানার অফিসাররা । আর রাজ্য পুলিশের ক্ষেত্রে ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে । যেমন নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস ডিএসপি হয়েছেন । তাই তাঁর বদলে নতুন আইসি হয়েছেন অনুপম মণ্ডল । তিনি ভাটপাড়া থানার আইসি ছিলেন । এছাড়া, কাঁথি, জগদ্দল-সহ একাধিক থানার আইসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে ।
উল্লেখ্য, কলকাতা ও রাজ্য পুলিশে রদবদল ঘটেছে দিন কয়েক আগেও । সেইসময় ইন্সপেক্টর ও ওসি পদে বদলি করা হয় । কলকাতা পুলিশের ক্ষেত্রে সব মিলিয়ে সেই বদলির সংখ্যাটা ছিল প্রায় ১০০ জন । এবার আরও ৬০ অফিসার বদলির তালিকায় । তবে জানানো হয়েছে, এটা সম্পূর্ণ রুটিন বদলি।