সিবিআইয়ের (CBI) কলকাতা শাখায় বড় রদবদল । কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB) থেকে সরিয়ে দেওয়া হল ডিআইজি জয়দেবনকে । তাঁর জায়গায় দায়িত্বে দেওয়া হয়েছে পঙ্কজ কুমার সিং-কে । নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই সিবিআইয়ে এই রদবদল, বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
২০০৮ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডার ছিলেন জয়দেবন । নতুন ডিআইজিও ২০০৮ ব্যাচের অরুণাচল প্রদেশ -গোয়া - মিজোরাম এবং ইউনিয়ন টেরিটোরি (AGMUT) ক্যাডার। এক মাস আগেই সিবিআইতে এসেছেন । তাঁকেই কলকাতায় আনা হল। জানা গিয়েছে, দিল্লিতে পাঠানো হয়েছে জয়দেবনকে ।
কয়েক বছর ধরেই গরু ও কয়লা পাচার দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বও কেন্দ্রীয় গোয়েন্দারা । চলছে তল্লাশি অভিযান, হাই প্রোফাইল ব্যক্তিদের জড়িত থাকার সন্ধান মিলেছে । কিন্তু, তদন্ত চলছেই । এখনও কোনও মামলারই কিনারা করতে পারেননি তাঁরা । ইতিমধ্যেই সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত । তদন্তে গতি আনতেই তাহলে কলকাতা শাখায় রদবদল করা হল ? উঠছে প্রশ্ন ।