গোয়া, হিমাচল প্রদেশ বা অন্য রাজ্যে আছে। এবার পর্যটকদের সুবিধার্থে এই রাজ্যেও চালু হচ্ছে রেন্ট-আ-বাইক। দিঘা, মন্দারমনি, কলকাতা, শিলিগুড়ি থেকে বাইক ভাড়া নিয়ে একাধিক ডেস্টিনেশনে ঘুরতে পারবেন পর্যটকরা। এমনই জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
উত্তরবঙ্গে কিছু অংশে চালু ছিল এই বাইক পরিষেবা। এবার সেই পরিষেবার আইনি মতে ছাড়পত্র দেবে সরকার। উত্তরবঙ্গ ছাড়াও রাজ্যের একাধিক পর্যটন স্থানে এবার রাজ্য সরকার এবার বাইক পরিষেবা দেবে। কলকাতা ও দক্ষিণবঙ্গেও বিভিন্ন পর্যটন সংস্থাকে এর পারমিট দেওয়ার ব্যবস্থা করেছে।
আরও পড়ুন: গঙ্গার নিচে ছুটবে মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীই, জানালেন অশ্বিনী বৈষ্ণব
পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, বাইক ট্যাক্সিচালকদের আইন মেনে গাড়ি চালাতে হবে। তাই বাণিজ্যিক নাম্বার প্লেট দেওয়া শুরু হয়ে গিয়েছে। আলাদা পারমিটও দেওয়া হয়েছে। পাঁচ বছরের ট্যাক্স, রেজিস্ট্রেশন-সহ গোটা প্রক্রিয়া করতে এক একজন চালকের ৩৭৫০ টাকা খরচ পড়বে। এর জন্য প্রত্যেক জেলায় শিবিরও করেছে সরকার। যাতে পর্যটকরা আরও ভাল করে এই পরিষেবা ব্যবহার করতে পারেন।