সাধারণ মানুষের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে থাকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার । এই প্রকল্পগুলিতে কাজ করেন অসংখ্য কর্মীও। এর মধ্যেই অন্যতম রাজ্য সরকারের দুটি জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী। এই দুই প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের পুজোর আগে ৪ থেকে ৬ হাজার টাকা পারিশ্রমিক বাড়ানো হচ্ছে বলে খবর।
সম্প্রতি নারী শিশু ও সমাজকল্যাণ দফতর এই সুখবর জানিয়েছে বিবৃতি জারি করে। উভয় প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টদের মাসিক পারিশ্রমিক ১৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা।
এছাড়া ডেটা ম্যানেজারের কাজের জন্য যারা ১১ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন তাঁরা পাবেন ১৬ হাজার টাকা। রূপশ্রী কন্যাশ্রীর দুই প্রকল্পের ক্ষেত্রেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের মেয়েদের জন্য ২০১৩ সালে রাজ্য সরকার শুরু করে কন্যাশ্রী প্রকল্প । অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের অল্পবয়সী মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করাই এই প্রকল্পের উদ্দেশ্য বা লক্ষ্য । শিক্ষাক্ষেত্রে মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, অর্থ যাতে কোনওভাবে বাধা না হয়ে দাঁড়ায়, সেকারণেই এই প্রকল্প চালু করে রাজ্য সরকার ।
অন্যদিকে, আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রুপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের অধীনে যেসকল পরিবারের বার্ষিক আয় ১.৫০ লাখ টাকার কম তাদের মেয়ের বিবাহের সময় এককালীন ২৫,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।