ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিপর্যস্ত শহর কলকাতা । রাতভর তুমুল ঝড়-বৃষ্টিতে কোথাও ভেঙে পড়েছে গাছ । সেইসঙ্গে জলে ভাসছে একাধিক এলাকা । কোথাও গোড়ালি সমান তো কোথাও হাঁটু সমান জল । ক্যামক স্ট্রিট, মিন্টো পার্ক থেকে থিয়েটার রোড...সর্বত্রই একই ছবি । জমা জল সরাতে উদ্যোগ নিয়ে কলকাতা পুরসভা । অন্যদিকে, ভেঙে পড়া গাছও দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে পৌরসভার তরফে ।
রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি । সোমবার সকালেও একই পরিস্থিতি । এদিকে,সপ্তাহের প্রথম দিনে ঝড়-জল মাথায় করেই কর্মস্থলে পৌঁছতে হচ্ছে অনেককেই । কিন্তু, রাস্তায় বাস-গাড়ি কম । এদিকে, ট্রেন ও মেট্রো পরিষেবারও ব্যহত হয়েছে । ফলে, সবমিলিয়ে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, সন্ধের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে । আবহাওয়ার উন্নতি হতে পারে । তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।