বরফের চাদরে মুখ ঢাকল দার্জিলিং (Darjeeling) এবং সংলগ্ন এলাকা। মরসুমের রেকর্ড তুষারপাত হল কার্শিয়াঙে। এই বছর এই নিয়ে ষষ্ঠবার তুষারপাত হল দার্জিলিঙের ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুর।
এই বছরে ৩৮ দিনের মধ্যে ষষ্ঠ বার তুষারাবৃত দার্জিলিং। যা রেকর্ড তৈরি করেছে। টাইগার হিল, সান্দাকফুতে এই মরসুমে নিয়ম করে তুষারপাত হলেও ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেল প্রায় বছর ২০ পর। পাহাড়বাসীদের বক্তব্য, এই পরিমাণ তুষারপাত এর আগে কখনও হয়নি৷
আরও পড়ুন: Rain starts in Bengal: সকাল থেকেই রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি, ব্যাহত স্বাভাবিক জনজীবন
শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দার্জিলিং-সহ কালিম্পং, কার্শিয়াঙের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। তার মধ্যেই তুষারপাত শুরু হয় ঘুম-সহ চটকপুরে। অন্য দিকে সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাতের খবর মিলেছে।
তুষারপাত মুখে হাসি ফুটিয়েছে ব্যবসায়ীদেরও। উপচে পড়েছে হোটেলগুলি। প্রচুর পর্যটক ভিড় জমাচ্ছেন শৈল শহরে।