দেশজুড়ে চলছে রথযাত্রা উৎসব । পুরী, মায়াপুরের ইসকন,মাহেশে ধূমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা । উৎসবের আমেজ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীতেও । ভ্রাতৃ সংঘের পরিচালনায় এখানকার রথযাত্রা ২৫ বছরে পড়েছে । প্রত্যেক বছরের মতো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এবারও মেলা বসেছে । বহু মানুষ ভিড় করেছেন সেখানে । সাতদিন ধরে এই মেলা চলবে ।
মঙ্গলবার সকাল থেকে স্বস্তিপল্লী জগন্নাথ দেবের মন্দিরে পূজার্চনা চলেছে । এদিন রথে রশিতে টান দিতে ছোট থেকে বড় সকলে উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে । প্রতি বছরের মতো এবছরও প্রাচীন রীতি নীতি মেনে কীর্তন ও বিভিন্ন বাদ্যযন্ত্রে জমে উঠেছে রথ উৎসব । মঙ্গলবার বিকালে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে রথযাত্রা শেষ হয় । এখানে উল্টো রথ পর্যন্ত চলে পূজার্চনা। স্বস্তিপল্লীর এই রথ উৎসব একদিনের নয় । এখানে উল্টো রথ পর্যন্ত চলে উৎসব।
রথযাত্রা উপলক্ষে স্বস্তিপল্লী ভ্রাতৃ সংঘের পরিচালনায় স্বস্তিপল্লী ফুটবল ময়দানে মেলাও বসে । সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলে মেলা । মেলাপ্রাঙ্গণের মূল মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । সাতদিন রথ উৎসবে মেতে ওঠে এখানকার লোকজন ।