বাঁকুড়ার প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে মহা সমারোহে শুরু হল রথ উৎসব । প্রাচীন রীতি মেনেই গড়াল রথের চাকা । দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এখানে । পিতলের রথে সওয়ার হন না জগন্নাথ, বলরাম,সুভদ্রা । রথে সওয়ার হন রাধা মদন মোহন জিউ । এখানকার রথের এটাই বিশেষত্ব ।
মঙ্গলবার সকালে মন্দিরের প্রধান বিগ্রহ রাধা মদন গোপালের বিগ্রহকে বাদ্যযন্ত্র ও কীর্তনের মধ্য দিয়ে নিয়ে আসা হয় পিতলের রথে । রথের উপরে চলে নানান পুজা পাঠ এবং আরতি । তারপর শুরু হয় রথের রশিতে টান দেওয়ার পর্ব । বিষ্ণুপুরের এই রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আলাদাই আবেগ ও উন্মাদনা রয়েছে ।
মল্লরাজাদের ৩৫০ বছরের বেশি প্রাচীন রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই বিষ্ণুপুরে উৎসবের আমেজ । কথিত আছে ১৬৬৫ সালে মল্ল রাজ বীর মল্ল রানী শিরোমনির ইচ্ছাপূরণের জন্য শহরের মাধবগঞ্জে রথের আদলে রাধা মদন গোপাল জিউয়ের মন্দির নির্মাণ করেন । জনশ্রুতি, সেই সময় থেকেই মন্দিরের আদলে পিতলের রথ নির্মাণ করে মাধবগঞ্জে রথযাত্রার প্রচলন হয় ।