রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর। ইতিমধ্যেই ১৫ দিন পাঁচন খেয়ে জ্বর সেরেছে জগন্নাথ দেবের। এবার মাসির বাড়ি যাওয়ার পালা। ইতিমধ্যেই সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। ভক্তের ঢল নেমেছে মায়াপুরে। তৈরি হয়ে গিয়েছেন জগন্নাথ, বলরাম সুভদ্রা। এবার শুধু রথের রশিতে টান দেওয়ার অপেক্ষা।
মায়াপুরের ইসকনের এই রথযাত্রা উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয়। রথের দিনে ইসকনের মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়।
এদিন তিনটি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মায়াপুর চন্দ্র রায় মন্দিরের অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করে। উল্টোরথ পর্যন্ত মায়াপুরের গুন্ডিচায় থাকবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। সাতদিন পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবে রথ।