ফের আরও এক ধর্ষণের অভিযোগ উঠল রাজ্যে। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পিংলায় (Pingla Rape)। অভিযোগের তির স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর দিকে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সালিশি সভায় ঘটনাটি সমাধান করার জন্য তাঁদের চাপ দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা (local TMC leaders)। সেখানে পুলিশ (Police) দাঁড়িয়ে থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ।। অবশেষে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানোর পর অভিযাগ দায়ের হয় কোতোয়ালি থানায়।
আরও পড়ুন: হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের হাতাহাতি, জখম ২
প্রতিবন্ধী যুবতীর অভিযোগ, সোমবার তিনি দিদির বাড়িতে গিয়েছিলেন (Pingla Rape)। দুপুরে খাওয়াদাওয়া শেষ করে বাসন মাজতে পুকুরের দিকে যাওয়ার সময় পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডল তাঁকে জোর করে তুলে নিয়ে যান। ঘড়িতে তখন প্রায় রাত ন'টা।
ঘটনার পর প্রভাবশালী তৃণমূল সদস্যদের (TMC) পক্ষ থেকে অভিযোগ না জানাতে চাপ দেওয়ার ও পুলিশের পক্ষ থেকে নিষ্ক্রয়তার অভিযোগ আনা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে অভিযোগ জানানোই হয়নি। স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি শুনে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলেও দাবি পুলিশের পক্ষ থেকে।অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ।