লোকসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার জন্য রাজ্যসভায় বিল পাশ করল কেন্দ্রীয় সরকার। বিরোধীদের প্রবল প্রতিবাদ সত্ত্বেও মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে এই বিল পাশ হয়েছে।
বিলটির নাম 'চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস’ (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস) বিল'। এই বিলে প্রস্তাব রয়েছে, কেন্দ্রীয় নির্বসচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং একজন মন্ত্রী, যাঁকে মনোনীত করবেন প্রধানমন্ত্রী। কমিটির বৈঠকও ডাকবেন প্রধানমন্ত্রী। বৈঠকে যে নাম গৃহীত হবে, সেটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তিনিই মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন।
গত মার্চ মাসে মার্চ মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, নির্বাচন কমিশনারদের যে কমিটি নিয়োগ করবে, তার সদস্য হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। নতুন বিলে বাদ পড়বেন প্রধান বিচারপতি, পরিবর্তে ঢুকবেন প্রধানমন্ত্রীর মনোনীত এক মন্ত্রী।