তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার কি বিজেপিতে যোগ দিচ্ছেন ? মঙ্গলবার থেকেই এমনই জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে । সম্প্রতি সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন রাজন্যা ।
দল বদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জনপ্রিয় ছাত্রনেত্রী । তাঁর দাবি, তিনি এখনই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগদানের কথা ভাবছেন না । তিনি আপাতত তৃণমূলেই থাকবেন। উল্লেখ্য,কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, রাজন্যার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করেছেন বিজেপির একাধিক নেতা । সেই তালিকায় নাকি রয়েছেন শুভেন্দু, সুকান্তরাও । তাই লোকসভা ভোটের আগে রাজন্যার দলবদলের জল্পনা তুঙ্গে ওঠে ।
আরও একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, এবারের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজন্যা । কিন্তু, তাতে গুরুত্ব দেয়নি তৃণমূল । সেই ক্ষোভ থেকেও রাজন্যা দল বদল করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে ।