তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে ভাইরাল তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। সেই রাজন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে। শনিবার এই নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে সোনারপুর থানায় এফআইআর দায়ের করেন টিএমসিপি নেত্রী।
একটি ভিডিয়োতে রুদ্রনীল রাজন্যাকে 'বোন' বলে সম্বোধন করেন। সেখানে তিনি বলেন, নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে রেখো। ঘর কত বড়, সব দেখে নেওয়া হচ্ছে। ১, ২ কোটি, ৫০ কোটি ঢোকানো যাবে কিনা, তা দেখে নিচ্ছে। দেবাংশুকে টেনেও মন্তব্য করেন রুদ্রনীল। এরপরই সোনারপুর থানায় অভিযোগ জানান রাজন্যা।
আরও পড়ুন: কোনও দাগী অপরাধীকে পঞ্চায়েতের বোর্ডে রাখা যাবে না, কড়া নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের
অভিযোগ জানানোর পর রাজন্যা বলেন, "রাজ্যে মহিলাদের উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা হন্দ্যোপাধ্যায়। বিজেপি পরিচালিক সরকার নারীদের উপর অত্যাচার করছে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এই রাজ্যের মহিলাদের নিয়ে কীভাবে এত কুরুচিকর মন্তব্য করেন?"