রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ওই অভিযোগে তদন্ত করতেই পারে না পুলিশ। তাঁদের এক্তিয়ার নেই। এমনই বিবৃতি দিয়ে জানাল রাজভবন। সংবিধানের কথা মনে করিয়ে এই ঘটনায় রাজভবনের কোনও কর্মীদের এই নিয়ে মুখ খুলতে নিষেধ করেছেন রাজ্যপাল নিজেই। রাজভবনের সঙ্গে যুক্ত কেউ কোথাও এই নিয়ে বিবৃতি দিতে পারবেন না।
এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে রবিবার একথা জানিয়েছে রাজভবন। ওই বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস লেখেন, "সংবিধানের ৩৬১ (২), (৩) ধারা অনুযায়ী রাজ্যপাল নিজের পদে থাকাকালীন দেশের কোনও আদালতে ফৌজদারি তদন্তপ্রক্রিয়া চলতে পারে না। তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানোও যায় না। তাই রাজ্য সরকার এই ফৌজদারি কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে না।"
বিবৃতিতে বলা হয়েছে, "সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তারা রাজভবনের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে।"