তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও, দুপুর গড়াতেই স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গেও। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। উত্তর ২৪ পরগনা, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে কিছুটা হলেও কমেছে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কেরলে হাজির হয়েছে বর্ষা। যার জেরে উত্তরবঙ্গে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। শনিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন - নৈহাটি-ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত, ঘুরপথে চলবে বেশ কিছু ট্রেন
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের পাশাপাশি শনিবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে, আপাতত বজায় থাকবে অস্বস্তি।