ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আলিপুর সূত্রে খবর, বর্তমানে সাগরদ্বীপ থেকে ৪৩০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে সোমবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।
রবিবার রাত থেকেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়লে বৃষ্টি আরও বাড়তে পারে। সোমবার দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। পাশাপাশি, সিত্রাংয়ের প্রভাবে সোম-মঙ্গলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সোম-মঙ্গলে দুই মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। তবে তা রাতের দিকে বেড়ে ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন- West Bengal Weather Update: সকাল থেকেই কলকাতায় বৃষ্টি, সিত্রাং-এর দাপট নিয়ে আশঙ্কার ছায়া
ইতিমধ্যেই রাজ্যজুড়ে সিত্রাং মোকাবিলায় জোরদার প্রস্তুতি নিচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। এনডিআরএফ-এর মোট ১৪টি দল মোতায়েন থাকছে রাজ্যের উপকূল-সহ বিভিন্ন এলাকায়।