এখনই বিদায় নিচ্ছে না বর্ষা, বরং আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। উত্তাল হতে পারে সমুদ্র, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। আগামী ৭ দিন মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর জেরে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছে বঙ্গবাসীর।
Abhishek Banerjee: চোখে আঁটা রোদচশমা, গায়ে মফ টিশার্ট! নিউইয়র্কের রাস্তায় এ যেন অন্য অভিষেক
রবিবারেও তাপমাত্রার বিশেষ নড়চড় হবে না। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।