সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আজ অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই বৃষ্টি রবিবার আরও বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে আজ তিলোত্তমায় সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বদলে, দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ- এই জেলাগুলিতে আজ থেকেই হাওয়া বদল।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। শুক্রবার ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।